মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা

মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৯ কিমি. দক্ষিনে ৯ নং গন্ধর্ব্যপুর ‎‎(উঃ) ইউনিয়নের পালিশারা গ্রামে অবস্থিত, পালিশারা বাজার সংলগ্ন ‎ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ‎১৯৭০ খ্রি.  সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকাতে ইসলামিক শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা অনুভব করে পালিশারা পাটওয়ারী বাড়ীর মরহুম আলহাজ্ব শামছ উদ্দীন পাটওয়ারী সাহেব মিয়াজী বাড়ি ও পাটওয়ারি বাড়ির বিশিষ্ট্য ব্যক্তিবর্গের দান অনুদানে, সর্বপরি এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ০১/০১/১৯৭০ খ্রিষ্টাব্দে মাদ্রাসাটির ভিত্তি  স্থাপন করেন।  প্রতিষ্ঠার শুরুতে ইবতেদায়ী স্তরে ছিল।  ক্রমান্বয়ে এটি দাখিল-এ উন্নীত হয়।  এবং ১৯৮৬ সালে সর্ব প্রথম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।  ০১/০৩/১৯৮৭ খ্রিঃ দাখিল স্তরে এম.পি.ও ‎ভূক্ত হয়।  ইসলামিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা প্রসারে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠায় যারা মূল্যবান সম্পদ দান করেছেন তাঁদের ‎মধ্যে অন্যতম হলেন, মরহুম আলহাজ্ব শামছ উদ্দীন পাটওয়ারী, মরহুম হানিফ মিয়াজী, মরহুম ‎খালিলুর রহমান মিয়াজী, মরহুম ছাদেক মিয়াজী, মরহুম এমদাদুল হক পাটওয়ারী, মরহুম আলহাজ্ব ‎কলিমুল্লাহ পাটওয়ারী, আলহাজ্ব দেলোয়ার হোসেন,  ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মরহুম মোঃ আবুল ‎কালাম মিয়া, শিক্ষানুরাগী সদস্য জনাব মোঃ শাহাজাহান মিয়া  এবং পালিশারা মিয়াজী বাড়ির আরও অনেকে।  ইনশা আল্লাহ আগামীতে আলীম ক্লাশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।  সাবেক  সভাপতি মরহুম মোঃ ‎আবুল কালাম মিয়ার অক্লান্ত পরিশ্রমে, দ্বীন দরদি ব্যাক্তিবর্গ ও বিশিষ্ট্য জনের অনুদানে এবং ধর্মপ্রাণ সকলের ‎সহযোগিতায় ৪ তলা ফাউণ্ডেশন একাডেমিক ভবনের ২ তলার কাজ সম্পন্ন হয় ২০১৫ সালে।  ২০১৯ খ্রি. সরকারি ভাবে ৪ তলার ফাউণ্ডেশন নতুন একাডেমিক ভবনের এক তলার  কাজ সম্পন্ন হয়েছে এবং বাকী ৩ তলার কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায়।  ইসলামের খেদমতে মাদ্রসাটি সুন্দরভাবে পরিচালনার জন্য অত্র মাদ্রাসার সুপার জনাব মোঃ আল ফারুক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

প্রতিষ্ঠান প্রধান

জনাব মোঃ আল ফারুক

কামিল হাদীস, কামিল ফিকহ (১ম শ্রেণি)

সুপারিনটেনডেন্ট

যোগদান: ১১ এপ্রিল ২০১১ খ্রি.

মোবাইলঃ ০১৩০৯-১০৩৭৪৫

কারিকুলামের পাঠ্যপুস্তক-২০২৫